বছরের শুরুতে ফের করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বিজেপি ছেড়ে এবার সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। বছরের শুরুতেই ফের করোনা আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । বাবুলের গোটা পরিবারেই থাবা বসিয়েছে করোনা। এর আগেও দুবার করোনা আক্রান্ত হন বাবুল। বাবুলের গোটা পরিবারই করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রী– বাবা এবং বাড়ির কয়েকজন শরীরে মিলেছে করোনা ভাইরাস। বাবুল টুইট করেই তার আক্রান্ত হওয়ার খবর জানান। প্রধানমন্ত্রীর কাছে বাবুলের আবেদন
করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানো হোক। টু্ইটে কেন্দ্রের কাছে এই চিকিৎসা পদ্ধতির খরচ কমানোর আবেদন জানান বাবুল সুপ্রিয়। বাবার বয়সের কথা উল্লেখ করে বাবুলের লেখেন, ‘বাবার জন্য এই থেরাপি খুবই প্রয়োজনীয়। কোথায় মিলবে? অন্তত সমস্ত সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে এই চিকিৎসা পদ্ধতি চালু করা হোক। তাতে কো-মর্বিডিটি রোগীদের চিকিৎসায় সুরাহা হবে। টুইটে বাবুল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে উল্লেখ করেন।