
যুগশঙ্খ,ওয়েডেস্কঃ এবার প্রধানমন্ত্রীর গন্তব্য দুবাই। মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাড়ি দেবেন আরব আমিরশাহীতে। আগামী ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর এই সফর বলে সূত্রের খবর। বছরের শুরুতে এটিই নরেন্দ্র মোদির প্রথম্ বিদেশ সফর। গত ১ অক্টোবরই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল দুবাই এক্সপোয় ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছিলেন।
প্রধানন্ত্রীর এই সফরের গুরুত্বপূর্ণ দিক হল দুবাই এক্সপো। এই সফরেই সাক্ষর হতে পারে ভারত-সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে মুক্ত বাণিজ্যের চুক্তি। দীর্ঘদিন ধরেই এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।
প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহির সফরে তিনি ভারতের প্যাভিলিয়ন ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে। সেখানে ভারতীয় সংস্কৃতি, যোগাসন, আয়ুর্বেদ থেকে শুরু করে মহাকাশ গবেষণা-সবকিছু এক ছাদের নীচেই তুলে ধরা হয়েছে। এই প্যাভিলিয়নে রাম মন্দিরের একটি প্রতিকৃতিও রাখা রয়েছে। ইতিমধ্যেই বিশ্বের একাধিক শীর্ষ নেতা ভারতীয় প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন।