fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

স্পাইস জেট-এর উদ্যোগে দেশে ফিরল বিদেশে আটকে থাকা ৩০ হাজার ভারতীয়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার জেরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আটকে বহু মানুষ। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে সমস্ত পরিষেবা সচল করার চেষ্টা হচ্ছে। এবার বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নিল স্পাইস জেট। প্রায় ৩০ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে দেশে ফেরাল এই সংস্থা।

আরও পড়ুন:এনকাউন্টারে খতম অনন্তনাগের জঙ্গি হামলার মূলচক্রী

প্রসঙ্গত, পরিষেবা শুরু হওয়ার পর থেকেই  ভারতের লো-কস্ট এই বিমানসংস্থা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গত কয়েক মাসে নিয়মিত কার্গো বিমান চালিয়েছে। ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। এবার বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যপারে উদ্যোগ নিল এই সংস্থা।
এখনও পর্যন্ত বিভিন্ন দেশে ২০০টি চার্টার বিমান চালিয়ে প্রায় ৩০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে সফল স্পাইসজেট।

আরও পড়ুন:ফের নক্ষত্রপতন বলিউডে, প্রয়াত বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান

যাদের মধ্যে অধিকাংশই হল সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলি থেকে আসা ভারতীয়রা। শুধু আমিরশাহী থেকেই ১১১টি বিমানে ২০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়েছে স্পাইসজেট। এর পাশাপাশি সৌদি আরব, ওমান, কাতার, লেবানন এবং শ্রীলঙ্কার মতো আরও অনেক দেশে ৫০টি-র মতো চার্টার ফ্লাইট চালিয়ে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে অন্যতম ভূমিকা গ্রহণ করেছে স্পাইস জেট। এবার ৩০ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনল স্পাইস জেট।

Related Articles

Back to top button
Close