ত্রিপাক্ষিক বৈঠকে কোহিনূর চা বাগান শ্রমিকদের দাবি মেনে নিল মালিক পক্ষ

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ারে যুগ্ম শ্রম কমিশনারের দপ্তরে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে কুমারগ্রাম ব্লকের কোহিনূর চা বাগানের আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ। উল্লেখ্য আগষ্ট মাসের দশ তারিখ থেকে এই বাগানের শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলন শুরু করেছিলেন।
তাদের দাবিগুলি ছিল শ্রমিকদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ কেটে নেওয়া তেইশ মাসের টাকা প্রভিদেন্ট ফান্ডে জমা করা, গ্রাচুইটির বকেয়া টাকা দ্রুত প্রদান করা, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা সহ আরো এক গুচ্ছ দাবী। শনিবার আয়োজিত এই ত্রিপাক্ষিক বৈঠকে মালিক পক্ষ তাদের দাবী মেনে জানান প্রভিডেন্ট ফান্ড বাবদ কেটে নেওয়া টাকা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে জমা করা হবে।
চলতি মাস থেকেই বকেয়া গ্রাচুইটির টাকা দেওয়া শুরু হবে এবং অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা হবে। প্রধান দাবী গুলি মেনে নেওয়ায় শ্রমিকরা খুশী, তারা আগামীকাল থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে কাজে যোগ দেবেন। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার যুগ্ম শ্রম কমিশনার, চা বাগান মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব।