
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার জেরে বদলে দিয়ে গেল সমাজ জীবন। করোনা আমাদের সামাজিক দূরত্বের পাশাপাশি মনের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। ভিড় জায়গা এড়িয়ে যাওয়াটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমনই আমাদের খুব প্রিয় একটি খাব্র ফুচকা। যা খেতে আমাদের ভিড় করে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকজন একসঙ্গে মিলে বিক্রেতাকে ঘিরে ধরে ফুচকা খাওয়ার মজাই আলাদা। কিন্তু করোনা আবহে সেই দিন শেষ। তাই এবার ফুচকার মেশিন বাজারে চলে এল। জানা গিয়েছে ভারতেই আবিষ্কার হয়েছে ফুচকার এই এটিএম মেশিন। সেই মেশিনের বোতাম অনায়াসেই স্যানিটাইজড করা যায়।
Pani Puri ATM Machine launched today in Market pic.twitter.com/Z7PhlDCBMA
— anil singh chauhan (@uptupic04) July 2, 2020
সব সুবিধাই আছে সেই মেশিনে। সেখানে আপনি না চাইতেই পেয়ে যাবেন ফাউ ফুচকা। বাড়তি টক জলের আবদার আর করতে হবে না। তা আপনা আপনি বেরিয়ে আসবে। তবে নির্দিষ্ট টাকার অঙ্কে নির্ধারিত ফুচকাই জুটবে ক্রেতার। তার থেকে একটিও বেশি পাবেন না। আবার কমও হবে না। একটাই সুবিধা, এখানে মানুষের হাতের কোনও ছোঁয়া থাকবে না। মেশিনে টাকা প্রবেশ করালেই বেরিয়ে আসবে নির্ধারিত সংখ্যার ফুচকা। এই ফুচকার মেশিনের ভিডিও প্রকাশ হয়েছে।