পাকিস্তান বাজারে হামলা, মৃত কমপক্ষে ৫ জন
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার সকালে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি টাউনের একটি বাজারে এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরনে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও ১০ জন। বালোচিস্তান প্রদেশের চমন টাউনের হাজি নিদা মার্কেটের এই বিস্ফোরণে এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। এর আগে গত ২১ জুলাই বালোচিস্তানে এরকমই একটি জঙ্গি হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। একটি সমাবেশ চলাকালীন গ্রেনেড হামলা হয়। এতে কয়েকজন আহত হয়।
[আরও পড়ুন- করোনা শূন্য সুন্দরী প্রধানমন্ত্রীর দেশ]
গত কয়েকদিন আগেই একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন জঙ্গি হামলা হয়। এই হামলায় আহত হন অনেকে। জানা গিয়েছে যে, পাকিস্তানে এএমএন নামে একটি ম্যাচ চলছিল। এই ম্যাচ চলাকালীন হঠাৎ জঙ্গি হামলা হয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাইতে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালীন এই ভয়ঙ্কর হামলা চালায় জঙ্গিরা।