fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ঢোলাহাটে সরকারি ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢোলাহাট:‌ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি সরকারি ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। ঢোলাহাটের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের শাখায় গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর ব্যাঙ্কের ভেতরে থাকা আলমারির তালা ভাঙে। তছনছ করে গোটা ব্যাঙ্ক। কিন্তু ভল্ট ভাঙতে না পারায় নগদ টাকা লুট করতে পারেনি। তবে ব্যাঙ্কের প্রচুর নথি তছনছ করে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

[আরও পড়ুন- আলিপুরদুয়ারে ১৬ দফা দাবিতে বামেদের সাইকেল মিছিল]

মঙ্গলবার সকালে ব্যাঙ্কের এক কর্মী প্রথমে বিষয়টি বুঝতে পারেন। পরে ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ব্যাঙ্কের অফিসাররা ঢোলাহাট শাখায় আসেন। খবর দেওয়া হয় ঢোলাহাট থানা ও বিডিওকে। এই ঘটনা চাউর হতেই ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে শোরগোল পড়ে যায়। অনেকেই ব্যাঙ্কে খোঁজখবর নিতে আসেন। ঢোলাহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাঙ্কের ভেতর থেকে দুষ্কৃতীদের ব্যবহার করা কিছু ছুরি, কাঁচি উদ্ধার করেছে। ‌এদিন ব্যাঙ্কের এক আধিকারিক বলেন, ‘ আমরা সকালে এই খবর পাই। এখানে গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি ভাঙা হয়েছে। গুরুত্বপূর্ণ নথি তছনছ করে দিয়ে গেছে। টাকার জন্যই ঢুকেছিল। ড্রয়ারে থাকা কিছু টাকা নিয়ে গেছে। কিন্তু আমানত সুরক্ষিত আছে। পুলিশ, বিডিও ও পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছে।’

 

Related Articles

Back to top button
Close