
অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সন্দেহের বশে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা করলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে
তিলজলার ৯৭এ তপসিয়া রোডে। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রৌঢ় ওয়াহিদ আলিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, ইদানীং কিছু কাজকর্ম না থাকায় বেশির ভাগ সময়ে বাড়িতেই বসে থাকেন অভিযুক্ত ওয়াহিদ। বাধ্য হয়ে সংসার চালানোর জন্য একটি বিউটি পার্লারে স্ত্রী কাজ করতেন।কিছুদিন ধরেই স্ত্রী দেরি করে ফিরছিলেন। ওয়াহিদের মনে সন্দেহ তৈরি হয় যে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। এদিন স্ত্রী ফিরতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই প্রৌঢ়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই স্বামীর বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ওই মহিলা আরও জানান, দীর্ঘ ২২ বছর ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করে চলেছে ওয়াহিদ। কোনওরকম বাইরের সম্পর্ক না থাকা সত্ত্বেও তাকে ক্রমাগত সন্দেহ করেই যাচ্ছিলেন। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।