পৈলানে প্রকাশ্য দিবালোকে খুনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: পৈলানে সেলুন দোকানদার কে দিনের আলোয় বাজারের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা। ঘটনায় প্রথমে হৎচকিয়ে যায় স্থানীয়রা। যদিও স্থানীয়রা দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলান ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। এমন ঘটনায় আতঙ্কে বাজারের মানুষ থেকে স্থানীয়রা।
আক্রান্ত সেলুন দোকানদার দীপক মান্নাকে উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থান্তরিত করা হয়।
আরও পড়ুন: হেমতাবাদ হাসপাতাল চত্বর থেকে কৃষক বাজারে হঠলো বর্হিবিভাগ
স্থানীয় সুত্রের খবর, সেলুন দোকানদার দীপক মান্না এদিন রেশন তোলার জন্য বাজারে আসছিলেন তখন তার উপর অতর্কিত ভাবে আক্রমণ করেন দুষ্কৃতীরা। তার গলার নলি কেটে দেওয়ার চেষ্টা হয়। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।