ঈদের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা, আটক দুই
নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ: ঈদের দিনে যখন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গরে বিভিন্ন এলাকায় সরকারি নিয়ম মেনে করোনা পরিস্থিতির মধ্যেই চলছে ঈদ পালন। তখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পশুর মাংস ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুস্কৃতিদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। জানাগেছে, এদিন সকাল দশটা নাগাদ বাঙালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় রাস্তার উপর পশুর মাংসের কিছু টুকরো পরে থাকতে দেখে স্থানীয়রা।
আরও পড়ুন: খড়দহে কমিউনিটি কিচেনে দুষ্কৃতী হামলা, চলল গুলি, বোমাবাজি, এলাকায় উত্তেজনা
ঘটনার খবর পেয়ে এলাকায় আসে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। মাংসের টুকরো সরিয়ে মাটি চাপাদিয়ে দেওয়া হয়। এরপর সর্বদলীয় বৈঠক ডেকে পরিস্থিত স্বাভাবিক করা হয়। ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ দুই যুবককে আটোক করেছে বলে পুলিশ সূত্রে জানাগেছে। পুলিশ জানিয়েছে, একটি অপ্রিতিকর ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে৷ এই বেপারে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই দুস্কৃতিরা এই কাজ করেছে। ঘটনার জরিতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্বজিৎ বাবু।