
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনে বাড়াবাড়ি করলে যে পুলিশ কড়া পদক্ষেপ নেবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই মতোই আগস্টের ৬ দিন সম্পূর্ণ সাপ্তাহিক লকডাউনে মোট গ্রেফতারির সংখ্যা প্রকাশ করল লালবাজার। জানানো হয়েছে, লকডাউনের দিনগুলিতে সব মিলিয়ে ৪,৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে সোমবার গ্রেফতার হয়েছে ৬০৯ জন।
কলকাতা পুলিশের এক শীর্ষকর্তার কথায়, ‘লকডাউনের দিনে কোনও সংযম দেখাচ্ছেন না কলকাতাবাসী। প্রতিটি লকডাউনে গ্রেফতারির সংখ্যা ৭০০ থেকে ৯০০-এর মধ্যে ঘোরাফেরা করেছে। আর মাস্ক না পরার জন্য ৩৫০ থেকে ৫০০ জনের মতো মানুষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবারও মাস্ক না পরার জন্য ৩৪৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে পুলিশ।
তবে সোমবারও কড়া হাতে লকডাউন কার্যকর করছে পুলিশ। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ব্যারিকেড করে নাকা চেকিং করা হয়েছে। গাড়ি থামিয়ে চালকদের বাইরে বেরোনোর কারণ জানতে চাওয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে না পারলে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বা গ্রেফতারির ‘ওষুধ’ প্রয়োগ করা হয়েছে। ফলে প্রাথমিক ভাবে সাপ্তাহিক লকডাউনে কলকাতার রাস্তাঘাট ফাঁকা দেখালেও মানুষ যে নিয়ম ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা গ্রেফতারির সংখ্যা থেকে স্পষ্ট বলে দাবি পুলিশের।