‘রাজধানী এক্সপ্রেসে’ চড়েই চলে গেলেন নিমাই ভট্টাচার্য

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের নক্ষত্র পতন বাংলার সাহিত্য সংস্কৃতির জগতে। প্রয়াত হলেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮৯ বছর। বৃহস্পতিবার বেলা ১২টা ১০ নাগাদ টালিগঞ্জের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তাঁর তিন পুত্র ও দুই কন্যা বর্তমান। নিমাইবাবুর স্ত্রী ও আরও দুই মেয়ে আগেই প্রয়াত হয়েছেন।
১৯৩১ সালে তৎকালীন অবিভক্ত তৎকালীন বাংলাদেশের মাগুরা জেলার শালিখা উপজেলার শরশুনা গ্রামে জন্মালেও পরে পশ্চিমবঙ্গেই স্থায়ী ভাবে বসবাস করেছেন এই জনপ্রিয় লেখক। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন। প্রথম জীবনে সাংবাদিকের পেশা গ্রহণ করেন নিমাইবাবু। কলকাতায় সাংবাদিকতা শুরু করলেও পরে দীর্ঘ ২৫ বছর দিল্লিতে ও সাংবাদিকতা করেন তিনি।
তাঁর প্রথম গ্রন্থ ‘রাজধানীর নেপথ্যে’ প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
‘মেমসাহেব’, ‘এডিসি’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘গোধূলিয়া’— একের পর এক উপন্যাস এক সময়ে বাঙালির অন্দরমহলকে মাতিয়ে রেখেছিলেন। ১৯৭২ সালে তাঁর উপন্যাস থেকেই নির্মিত হয় পিনাকী মুখোপাধ্যায় পরিচালিত উত্তমকুমার, অপর্ণা সেন অভিনীত ছবি ‘মেমসাহেব’।
মেম সাহেব ছবির দৃশ্য
সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া বাংলার শিল্প সাহিত্য মহলে।