fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বারাসত হাসপাতালের মানবিক মুখ…মানসিক ভারসাম্যহীন রোগীদের পুজোর জামা তুলে দিল কর্তৃপক্ষ

রুদ্র নারায়ণ রায়,বারাসত: আবারও বারাসত মহকুমা হাসপাতালের মানবিক মুখ দেখা গেল।অসহায়,মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ালো হাসপাতাল সুপার থেকে কর্তৃপক্ষ।

বারাসত হাসপাতালে দীর্ঘদিন ধরে মেন্টাল বিভাগে ভর্তি রয়েছেন মানসিক ভারসাম্যহীন বিভিন্ন রোগী। আবার হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই হাসপাতালে রয়ে গিয়েছেন অনেক রোগী। এই সমস্ত রোগীদের হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন:মণীশ শুক্লা খুনের ঘটনায় সিআইডি তদন্তের উপরেই ভরসা রাখল হাইকোর্ট

আগেও একাধিকবার সুপার সুব্রত মন্ডলের উদ্যোগে মানবিক কর্মসূচি উঠে এসেছে।এই কর্মসূচির ফলে হাসপাতালে থাকা স্বজন হারানো রোগীর মুখে নতুন করে হাসি ফোটাতে সক্ষম হল হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা আবহে হাসপাতালের চিকিৎসকদের দিনরাত রোগীদের সুস্থ করে তোলার প্রচেষ্টা এবং সর্বোপরি এই ধরণের এক কর্মসূচি প্রশংসিত অন্যান্য মহলে।

Related Articles

Back to top button
Close