পরিবেশ নির্মল রাখার লক্ষ্যে সচেতনতা যাত্রা মহিলা তৃণমূল কংগ্রেসের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: এলাকার পরিবেশ নির্মল রাখার লক্ষ্যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের আবেদন জানিয়ে কুমারগ্রাম ব্লকের অন্যতম বানিজ্যকেন্দ্র কামাক্ষ্যাগুড়ি বাজারে সচেতনতা যাত্রা করল কুমারগ্রাম ব্লক মহিলা তৃণমুল কংগ্রেস। মহিলা তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভানেত্রী শুক্লা ঘোষ এই সচেতনতা যাত্রায় নেতৃত্ব দেন।
[আরও পড়ুন- ২১-এর ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের আরও অনেকে বিজেপিতে যোগ দেবে: আলী হোসেন সাহেব]
শুক্লা ঘোষ জানান শুক্রবারের এই সচেতনতা যাত্রায় বাজার এলাকার প্রতিটি দোকানে গিয়ে দলীয় কর্মীরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধের আবেদন জানান এবং এলাকার পরিবেশ নির্মল রাখার জন্য কি কি করা প্রয়োজন সেসব বিষয়ে অবগত করান। তৃণমূল মহিলা কংগ্রেসের এই উদ্যোগে ব্যবসায়ী মহল ভালো সাড়া দিয়েছেন। কামাক্ষ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি প্রান কৃষ্ণ সাহা বলেন, পরিবেশ নির্মল রাখার লক্ষ্যে সবাইকেই সচেতন ভাবে এগিয়ে আসতে হবে।