চাইল্ড লাইনের উদ্যোগে শিশু পাচার ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলা চাইল্ড লাইনের উদ্যোগে ও বিমলা স্মৃতি সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাংগা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যনারারথলি গ্রামে অনুষ্ঠিত হল শিশু ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতা মুলক আলোচনা সভা।
আরও পড়ুন: ইস্তেহার প্রকাশের কয়েকঘন্টার মধ্যেই করোনা আক্রান্ত হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী
শিশু পাচার, শিশু নির্যাতন, বাল্য বিবাহ, শিশু ধর্ষণ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা মুলক পরামর্শ দেওয়া হয়। সচেতনতা মুলক পরামর্শ দেন প্রাক্তন শিক্ষক দীপেন্দ্র নাথ রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য দীনবন্ধু অধিকারি, কিশোর কুমার বর্মন, বিশিষ্ট সমাজসেবী রাজিবুল হোসেন এবং চাইল্ড লাইনের প্রতিনিধিগণ। শিশু নির্যাতন বা বাল্য বিবাহ প্রতিরোধে চাইল্ড লাইনের টোল ফ্রি ১০৯৮ নম্বরে যোগা্যোগ করার পরামর্শ ও দেওয়া হয়।