পশ্চিমবঙ্গহেডলাইন
অযোধ্যায় ভূমি পুজোর দিন পূর্ব বর্ধমানের অনেক জায়গাতেও হল রাম-সীতার পুজোপাঠ
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গাতেও হল রামচন্দ্র সীতাদেবীর পুজো পাঠ । শঙ্খ ধ্বনি দিয়ে ভূমিপুজোকে স্বাগত জানালেন রাম ভক্তরা । বুধবার শহর বর্ধমানের ইছলাবাদ, কলপতরু মাঠ,লোকো , উদয়পল্লী সহ বেশ কিছু জায়গায় ঘটাকরে রাম সীতার পুজো হল ।
লকডাউনের মধ্যেও এই পুজো নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। ইছলাবাদের পুজোয় জেলা বিজেপি নেতা শুভম নিয়োগী উপস্থিত থাকেন । লকডাউন চলায় এদিন বর্ধমান শহরজুড়ে পুলিশী সক্রিয়তা ও কড়াকড়ি যথেষ্টই ছিল।তবু তারই শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় রাম সীতার পুজোর আয়োজনে কোন ছেদ পড়েনি। রীতিমতো পুরোহিত ডেকে মন্ত্র পড়ে পুজো হল।তবে লকডাউনের জন্য সর্বত্র সামাজিকভাবে দুরত্ব বজায় রাখে পুজোর অংশ নেন ভক্তরা ।