বাবরি মামলায় জয় আডবাণীর, শুভেচ্ছা নাড্ডা, অমিত শাহের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাবরি মামলায় জয় হল এল কে আডবাণীর। তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। এর পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাবরি মামলায় সকল অভিযুক্তকে বেকসুর খালাস করেছে সিবিআই-এর বিশেষ আদালত।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটল আজ। বাবরি নিয়ে রায় দিল সিবিআই-এর বিশেষ আদালত। আর সকল ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিলেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। এই গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না বলে রায় দিয়েছেন বিচারক। এমনকি সকল তথ্য প্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেওয়া হল সমস্ত অভিযুক্তকেই। বাবরি ধ্বংসে রায় প্রায় ২০০০ পাতার। ২ সেপ্টেম্বর শুরু হয় রায় লেখার কাজ। বুধবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেই রায় পড়তে শুরু করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।
Special CBI Court observed that the 1992 Babri Masjid demolition was not pre-planned. https://t.co/dwpyHkDM6X
— ANI (@ANI) September 30, 2020
আরও পড়ুন: বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় পড়া শুরু করলেন বিচারপতি
এদিন সকাল সাড়ে দশটা নাগাদই আদালত পৌঁছে গিয়েছিলেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। একে একে পৌঁছন সাধ্বী ঋতম্ভরা, সাক্ষী মহারাজরা। মোট ২৬ জন অভিযুক্ত যোগ দেন এজলাসে। তবে বয়সজনিত উপস্থিত থাকতে পারেননি লালকৃষ্ণ আডবানী ও মুরলিমনোহর জোশি। তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায় শোনেন। এদিন রায় ঘোষণার পরেই আডবাণীকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে গিয়ে পৌঁছেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
Delhi: Law & Justice Minister Ravi Shankar Prasad arrives at the residence of senior BJP leader Lal Krishna Advani who, along with 31 other accused, was acquitted in #BabriMasjid demolition case by Special CBI Court in Lucknow today. pic.twitter.com/oNHImAWP7i
— ANI (@ANI) September 30, 2020
এছাড়া করোনা আক্রান্ত হওয়ার কারণে আসতে পারেননি উমা ভারতী। আসেননি মোহান্ত নৃত্যগোপাল দাসও। অভিযুক্ত, সিবিআই-এর আইনজীবী এবং তাঁদের আইনজীবী ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না আদালত চত্বরে।