গুরুত্বপূর্ণদেশহেডলাইন
বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় পড়া শুরু করলেন বিচারক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় পড়ছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্রকুমার যাদব।
- ৩২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দিল কোর্ট।
- আডবানি, উমা, জোশী, কল্যান সিং, বিনয় কাটিয়ারের বেকসুর খালাস।
- ঘটনা পূর্ব কল্পিত ছিল না বলে জানিয়েছেন বিচারক।
- আচমকা ঘটেছে এই ঘটনা।
- অপরাধ মূলক ষড়যন্ত্রের তত্ব খারিজ করেছেন বিচারক।
- অভিযুক্ত নেতারা জনতাকে থামানোর চেষ্টা করেছেন।
- ‘উচ্চতর আদালতে যাব’, বলল মুসলিম পার্সোনাল ল বোর্ড।
- অভিযুক্তদের বিরুদ্ধে জোড়াল সাক্ষ্য কিছু নেই।
- রায়ের পরেই কোর্ট জুড়ে জয় শ্রীরাম ধ্বনি।
- আডবানিকে শুভেচ্ছা অমিত শাহ, জেপি নাড্ডার।
- বাবরি ধ্বংসের ভিডিও ও ছবি বিকৃত করা হয়েছে।
- যে ছবি তোলা হয়েছে, তার কোনও নেগেটিভ নেই সিবিআইয়ের কাছে।