fbpx
অসমদেশহেডলাইন

বন্যায় হারিয়ে গিয়েছে মা, কাজিরাঙ্গায় একাকী শৈশব ছোট্ট শাবকের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  আসামে ক্রমেই ভয়াবহ  হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যার জলে যেমন ভেসেছে জনবসতি রাস্তা পথঘাট তেমনই জলমগ্ন কাজিরাঙা অভয়ারণ্য। বিঘ্নিত বন্য জীবন। এ বার বন্যার জেরে মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া এক গন্ডার শাবকের ছবি দেখে মন খারাপ নেট দুনিয়ার৷ ইতিমধ্যেই ওই শাবকটির ভিডিও ভাইরাল হয়েছে৷ আশার কথা একটাই, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও বনকর্মীদের তৎপরতায় শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷

গত মঙ্গলবার কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যেহেতু শাবকটির মায়ের খোঁজ পাওয়া যায়নি, তাই সেটিকে উদ্ধার করে সিডব্লিউসি-র রেসকিউ সেন্টারে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার ফের কাজিরাঙা কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, উদ্ধার হওয়া ওই গন্ডার শাবকটি এখন ভাল আছে৷

বন্যার জোরে আসামে ৩৩ টি জেলায় জলমগ্ন ইতিমধ্যে ৭১ জন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে ৭৬ পশুপাখি মৃত্যু হয়েছে এই ভয়াবহ বন্যার জেরে।

Related Articles

Back to top button
Close