fbpx
অসমহেডলাইন

২০০ তম জন্মবার্ষিকীতে বিদ্যাসাগরকে স্মরণ করল বদরপুর প্রেস ক্লাব

নিজস্ব প্রতিনিধি, বদরপুর: বাংলা ভাষার অগ্রণী পুরুষ তথা নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বদরপুর প্রেস ক্লাব (BADARPUR PRESS CLUB)। এ উপলক্ষ্যে বদরপুরঘাটে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল (Sahirul Islam Bokul)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপর এদিন সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সদস্য পিন্টু শুক্লবৈদ্য (Pintu Suklabaidya), তাজ উদ্দিন (Md Taz Uddin) ও যীশু নাথ। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি যীশু শুক্লবৈদ্য, সাইদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:একমাত্র বিজেপিই পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিশ্চিত করতে পারে

বক্তারা বলেন, আজ আমরা বাংলা প্রচারমাধ্যমে কাজ করছি। আর বাংলা লিপি প্রবর্তনের জন্য বিদ্যাসাগরের অবদান সর্বজনবিদিত। তাই, আমরা বিদ্যাসাগরের কাছে চির কৃতজ্ঞ। বিদ্যাসাগর যে নিজের সময়ের চেয়েও একশো বছর এগিয়ে ছিলেন সেটা নারীশিক্ষা, বিধবা বিবাহ, ব্যাকরণ রচনা ইত্যাদি প্রচুর অবদানের মাধ্যমে প্রমাণ করে গেছেন বলে সভায় অভিমত প্রকাশ করা হয়।

Related Articles

Back to top button
Close