fbpx
অসমদেশহেডলাইন

কোভিড সচেতনতায় বদরপুর প্রেস ক্লাবের হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুগশঙ্খ প্রতিবেদন, বদরপুর (অসম) :  কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে বদরপুর প্রেস ক্লাব রবিবার ২২ নভেম্বর ভোরে এক হাঁটা প্রতিযোগিতার আয়োজন করে। বদরপুর থানার সামনে থেকে পতাকা নেড়ে এই হাঁটা প্রতিযোগিতার সুচনা করেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি  সহিরুল ইসলাম বকুল। প্রতিযোগিরা স্টেশন রোড ধরে হনুমান মন্দির হয়ে রেলজংশনের সামনে গিয়ে দেওরাইল রোড ধরে আলজামিয়ার সামনে হয়ে ফিরে আসতে হয় স্টার্টিং পয়েন্টে। প্রথম হয়েছেন আরিফ চৌধুরী, দ্বিতীয় হয়েছেন জাহির উদ্দিন, তৃতীয় স্থানে শেষ করেন ফখরুজ্জামান লস্কর।

এছাড়া চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানাধিকারীদের‌ও পুরস্কৃত করা হয়। চতুর্থ হয়েছেন আবুল কালাম। একমাত্র মহিলা প্রতিযোগী সুমিতা সরকার পঞ্চম স্থানে শেষ করেন। ষষ্ঠ হয়েছেন শাফাতুল ইসলাম। পরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক মতছিন আলি, বদরপুর প্রেস ক্লাবের (Badarpur Press Club) সহ সভাপতি যীশু শুক্লবৈদ্য, প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল ( Sahirul Islam Bokul ) । প্রাসঙ্গিক বক্তব্য রাখেন গুরুচরণ জুনিয়র কলেজের শিক্ষক এরশাদ উদ্দিন ( Ershad Uddin ) ,শিক্ষক মতছিন আলি, দৈনিক যুগশঙ্খের ক্রীড়া সাংবাদিক তাজ উদ্দিন (Md Taz Uddin ) প্রমুখ।

                           আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার: মুখ্যমন্ত্রী

এদিনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সেলিম আহমদ।  নিয়মিত হাঁটুন, এই বার্তা ছড়িয়ে দিতে বদরপুর প্রেস ক্লাবের এই উদ্যোগ যথেষ্ট প্রসংশা কুড়াতে সক্ষম হয়েছে।

Related Articles

Back to top button
Close