fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দুর্ভোগ বাড়িয়ে বালি ব্রিজে ধস, দ্রুত চলছে মেরামতির কাজ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গে বৃষ্টি এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিন অন্তর একদিন বৃষ্টি চলছে। এর জেরে সাধারণ মানুষের জীবনে বাড়ছে দুর্ভোগ। বৃষ্টির জেরে ধস নামল বালি ব্রিজে। তবে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দক্ষিণেশ্বরের দিক থেকে ব্রিজে ওঠার রাস্তার বাঁ দিকে প্রায় ১০০ মিটার অংশে নিচের মাটি ধসে যায়। বুধবার থেকেই মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক পথ রয়েছে। আপাতত মানুষের ভোগান্তি এড়াতে,  অস্থায়ী ভিত্তিতে ওই ধস নামা অংশে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বালির বস্তা ফেলা হচ্ছে। পূর্ত দফতরের কর্মীরা জানিয়েছেন, বৃষ্টির অবিরাম চলতে থাকায় কংক্রিটের রাস্তার উপর নিচে পড়ার কারণে মাটি আলগা হয়ে ধস নেমেছে। পুলিশের তরফে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পূর্ত কর্মীরা জানাচ্ছেন,  বিষয়টি নজরে আসায় বড়সড় বিপদ এড়ানো গেছে। বৃষ্টির জল মাটির তলায় চুঁইয়ে চুঁইয়ে গিতে যে সমস্ত জায়গায় ঝুরঝুরে মাটি, সেখানে রোদ পড়ে তা শুকোলেই মাটির বাঁধন আরও আলগা হয়ে পড়বে। ফলে ধস নামার সম্ভাবনাও আরও প্রবল হবে।

Related Articles

Back to top button
Close