fbpx
আন্তর্জাতিকহেডলাইন

বালুচিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার পাকিস্তানের, দাবি আন্তর্জাতিক মহলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বালুচিস্তানে বসবাসকারী হিন্দু-সহ বিভিন্ন সংখ্যলঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করছে পাকিস্তান। এই বিষয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ইমরানের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস (EPRS) নামে আন্তর্জাতিক একটি সংগঠন।

জম্মু ও কাশ্মীরে ভারত মানবাধিকার লঙ্ঘন করে প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানাচ্ছে পাকিস্তান। সম্প্রতি এই বিষয় নিয়ে আলোচনা না করায় সৌদি আরবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

আর এই সময় দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস (EPRS) নামে আন্তর্জাতিক একটি সংগঠন দাবি করেছে যে, বালুচিস্তানে বসবাসকারী হিন্দু-সহ বিভিন্ন সংখ্যলঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করছে পাকিস্তান।

পাকিস্তানের মানবাধিকার কমিশন (HRCP) -এর ওই রিপোর্টে বলা হয়েছে, বালুচিস্তানের কোয়েট্টায় বসবাসকারী হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে তার প্রমাণও পেয়েছেন।

এছাড়াও পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুরা এখনও আতঙ্ক নিয়ে সেখানে বাস করছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button
Close