নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে শিখ নিরাপত্তা রক্ষী বলবিন্দার সিংকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। তাঁর সঙ্গে রাজ্যের পুলিশের আচরণ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বলবিন্দার সিংয়ের পাগড়ি খোলাকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয়েছে।
এই আবহে রবিবার বলবিন্দার সিংয়ের সঙ্গে দেখা করতে আসেন দিল্লির শিখ গুরুত্বারোপ ম্যানেজমেন্ট কমিটির ৩ জন প্রতিনিধি। দলটির নেতৃত্বে ছিলেন শিখ গুরুদ্বার কমিটির সভাপতি মনিন্দার সিং সিরসা। প্রতিনিধিদলটি রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেন।
প্রতিনিধিদলটি সাক্ষাৎ করার পর রাজ্যপাল টুইট করেন , মনিন্দার সিংসিরসার নেতৃত্বে প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করে বলবিন্দার সিংয়ের ঘটনায় সুবিচারের আর্জি জানিয়েছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ সেদিন পাগড়ি খুলে গোটা শিখ সম্প্রদায়কে অপমান করেছে।