fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

অবশেষে মুক্ত করা হল বলবিন্দর সিংকে

মনোজ চক্রবর্তী, হাওড়া: অবশেষে বিজেপির নবান্ন অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হওয়া বলবিন্দর সিংকে মুক্তি দিল হাওড়া আদালত। তার ওপর থেকে সমস্ত রকম অভিযোগও তুলে নেওয়া হল। আর সেই সঙ্গে খুশির হাওয়া বলবিন্দরের পরিবারে। তাঁর পাগড়ি খোলা নিয়ে কম জল্পনা হয়নি রাজ্য রাজনীতিতে। এমনকি এর রেশ রাজ্যের গন্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও পৌঁছাতে গিয়েছিল।

[আরও পড়ুন- করোনা আবহে এই প্রথম চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে অঞ্জলি ও দশমীর সিঁদুর খেলা হবে না]

সোমবার সব জল্পনার অবসান হল। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ থেকে তাঁকে রেহাই দেওয়া হল। প্রসঙ্গত, গত ৮ই অক্টোবর বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ছিল। সেই অভিযানে তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে এবং তিনি একজনের দেহরক্ষী। যখন তাঁকে গ্রেফতার করা হয়েছিল তারপর আদালতে তুললে বিচারক তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। তারপর তাঁর স্ত্রী বারবার হাওড়া থানায় তাঁর মুক্তির জন্য আবেদন করে গিয়েছেন। এমনকি বলবিন্দরের মুক্তির আর্জি জানিয়ে তিনি নবান্নের সামনে ধরনায় বসার কথাও বলেছিলেন। অবশেষে প্রশাসনিক তৎপরতায় বলবিন্দরের সোমবার মুক্তি হয়। পাশাপাশি এই  ঘটনায় স্বামীর মুক্তির জন্য একজন স্ত্রীর  লড়াইয়ের উদাহরণও ফুটে উঠল সকলের সামনে।

 

Related Articles

Back to top button
Close