পশ্চিমবঙ্গহেডলাইন
সরকারি বিধি-নিষেধ খতিয়ে দেখতে বনগাঁর পুজো প্যান্ডেল পরিদর্শণে প্রশাসন

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: করোনা পরিস্থিতির মধ্যে এ বছরের দুর্গাপুজো করার ক্ষেত্রে বারোয়ারি পুজো কমিটিগুলিকে নানা বিধি-নিষেধ আরোপ করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
বারোয়ারি পুজো কমিটিগুলোর সরকারি বিধি নিষেধ মানছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে মঙ্গলবার বনগাঁ পুলিশ প্রশাসন এসডিপিও ও আইসি, অগ্নি নির্বাপন দফতর ও পৌরসভার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল বনগাঁ শহরের বড় বড় পুজো প্যান্ডেলগুলি খতিয়ে দেখেন।
সরকারি বিধি নিষেধ লঙ্ঘিত হলে সে ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের সঠিকভাবে নিয়মবিধি মানবার নির্দেশ দেওয়া হয়।