fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি, শুরু লোডশে‌ডিং

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কলকাতার পর এবার বেঙ্গালুরু। প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে লোডশে‌ডিং। সোমবার থেকে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে। এই বৃষ্টিতে কোথাও ভেঙে পড়েছে বড় বড় গাছ। আবার কোথাও ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু হয়েছে ৩০-৪০ কিলোমিটার বেগে। একেই লকডাউন, এরমধ্যে প্রবল ঝড়-বৃষ্টিযে নাজেহাল অবস্থা বেঙ্গালুরুবাসীর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কর্ণাটক জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। আর এই ঝড়বৃষ্টি চলবে আগামী সপ্তাহ জুড়ে। চিকমাগালুর, মান্ডা, হাসান, কোগা়ডা ইত্যাদি বহু জায়গায় একটানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একদিকে যেমন প্ৰবল বৃষ্টি, অন্য দিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষি‌ণ কর্ণাটকের বহু এলাকায়। একদিকে যেমন
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কর্ণাটক জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। অন্যদিকে আবার কোনও কোনও এলাকায় তাপপ্রবাহ চলবে।

Related Articles

Back to top button
Close