fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

চালু হল বনগাঁ থেকে ধর্মতলা এ.সি বাস পরিষেবা

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বনগাঁ থেকে প্রতিদিন প্রচুর সাধারণ মানুষ কলকাতা নিত্যযাত্রী হিসাবে যাতায়াত করেন । এদিকে মারণ করোনার জেরে ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের । সেই কথা মাথায় রেখে সাধারণ মানুষের সমস্যা মেটাতে বনগাঁ থেকে ধর্মতলা পর্যন্ত A.C বাস পরিষেবা চালু করল A.C বাস মালিক সমিতি।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক শঙ্কর আঢ্যর নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টাল গোপাল শেঠ ও পরিবহন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে বনগাঁ থেকে ধর্মতলা পর্যন্ত বাস পরিষেবার শুভ সূচনা করা হয়। এই বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবে কয়েক হাজার মানুষ।

বনগাঁ-শিয়ালদা কথা সকলেরই জানা। এই রুট গুলিতে যে ট্রেনগুলি চলত তাতে পর্যাপ্ত পরিমাণে ভিড় হত, তাই এই বাস রুট চালু হওয়ায় উপকৃত হবেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। এই মানুষগুলির নিত্য যাতায়াত ছিল কলকাতায় তবে মহামারী করনা ভাইরাসের কারণে সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছে। সেই কারণে এই সব যাত্রীদের দুর্ভোগের শেষ ছিল না‌। এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Related Articles

Back to top button
Close