
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুদিন থেকে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে অনড় বাংলা পক্ষ। এবার পুজোতে মণ্ডপগুলোতে কেবলমাত্র বাংলা গান বাজানোর জন্য অনুরোধ জানালো বাংলা পক্ষ।
ইতিমধ্যেই তারা দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, সিংহিপার্ক, একডালিয়া, হিন্দুস্থান ক্লাব, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক ৯৫ পল্লী সহ বেশকিছু পুজোমণ্ডপে গিয়ে উদ্যোক্তাদের আবেদন জানিয়েছেন মণ্ডপে কেবলমাত্র বাংলা গান চালানোর জন্য। এই পুজো উদ্যোক্তাদের তারা নিজেদের আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
এই প্রসঙ্গে বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, “আমরা কলকাতা সহ বাংলা জুড়ে অনেক পুজো প্যান্ডেলে ঘুরছি। আমাদের এই দাবির সমর্থনে বাংলা শিল্পীরা বার্তা দিচ্ছেন। আপনাদের অনুরোধ, আপনারা এই বার্তা আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলের সামনে তুলে ধরুন।”