বাংলাদেশে গুম-বিচার বহির্ভূত হত্যা অবলীলায় ঘটছে: মির্জা

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশে ‘গুম-বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ অবলীলায় ঘটে যাচ্ছে। বুধবার বিকালে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘এনফোর্স ডিজএপিয়ারেন্স-একটা মানবতা বিরুদ্ধে অপরাধ। দিস ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। রাষ্ট্রসংঘের চার্টারে সেটা আছে। অথচ সেটা এখানে অবলীলায় ঘটে যাচ্ছে। অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির অস্থায়ী চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, গুম হওয়া, খুন হওয়া মানুষের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। এই জন্যে ক্ষমতায় টিকে থাকার জন্য নিরীহ মানুষকে হত্যা করতে তাদের এতটুকু দ্বিধা হয় না, নিরীহ সন্তানদের পিতৃহারা করতে তাদের এতটুকু সংকোচ হয় না। অবলীয়লায় তারা মিথ্যা কথা বলে, অবলীলায় মানুষকে বিভ্রান্ত করে। আমরা যখন নিখোঁজ বা গুম হওয়ার কথা মানুষের সামনে বার বার করে তুলে ধরি তারা বলেন- ‘না আমরা তো এটা বলতে পারি না, অনেকে নিজেরা নিজেরা নাকি চলে যায়, তারা নাকি হারিয়ে গেছে। অনেকে বলে এই ধরনের কোনো ঘটনাই নাকি ঘটে নাই।’
[আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পর করোনা পজিটিভ হরিয়ানার কৃষিমন্ত্রী]
প্রাক্তন সাংসদ এম ইলিয়াস আলী, পারভেজ আলম হিরু, চৌধুরী আলমমহ অসংখ্য নেতাকর্মীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের (গুম হওয়া পরিবার) এই ত্যাগ গোটা জাতিকে নিঃসন্দেহে শক্তি যোগাবে জেগে উঠতে, নিঃসন্দেহে এরা পরাজিত করবে সেই সমস্ত ভয়ংকর দুর্বৃত্ত, ভয়ংকর দানবদেরকে, যারা জোর করে আমাদের বুকের ওপর চেপে বসে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নিঃসন্দেহে এই লড়াইয়ে আমরা জয়ী হব, আমরা এটা বিশ্বাস করি। তা না হলে মানব জাতির ইতিহাস ভুল হয়ে যাবে। জোর করে কেউ টিকতে পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পায় নাই, হিটলার পারে নাই।’