কালীপুজোর পর আরও ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ব্যাহত হতে পারে ATM পরিষেবা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে কালীপুজোর পরে আরও চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কালীপুজোর পরেই আসছে বাঙালীর অতি প্রতীক্ষিত ভাইফোঁটা। তারপর ছটপুজো। ফলে দিওয়ালির পরেও আরও চারদিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। যেমন দিওয়ালির পরের দিন রবিবার পাড়ায় আজ ব্যাঙ্ক বন্ধ। ১৬ নভেম্বর সোমবার বেশ কিছু রাজ্যে ভাইফোঁটার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। মণিপুরের ১৭ নভেম্বর নিঙ্গল চাকোবার জন্য ব্যাঙ্ক থাকবে।
আরও পড়ুন: ‘বহুমুখী প্রতিভার মৃত্যু’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকগ্রস্থ মুখমন্ত্রী বিপ্লব দেব
বিহার ঝাড়খণ্ডের ছট পুজোর জন্য ২০ এবং ২১ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২২ নভেম্বর রবিবার পড়ার কারণে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ। এরপর ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার সেদিন দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার পড়ছে ২৯ তারিখ। ফলে ওইদিনও বন্ধ ব্যাঙ্ক। সোমবার ৩০ নভেম্বর গুরু নানক জয়ন্তী তাই বন্ধ ব্যাঙ্ক। সেই সঙ্গে নির্দিষ্ট দিনগুলিতে ATM পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।