করোনা আতঙ্কের মাঝেই জঙ্গি হামলায় কাঁপল আফগানিস্তান, মৃত ২৪, আহত বহু
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে থাবা বসিয়েছে করোনা। আর এই করোনা আতঙ্কের মাঝেই জঙ্গি হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। হামলার জেরে প্রাণ গেল কমপক্ষে ২৪ জনের, আহত ৬৮ জন। এই পাশবিক ঘটনাকে “বর্বোরোচিত” আখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।
আফগানিস্তানের কাবুল, নানগাহার ও লাঘমান এই তিন জায়গা নৃশংস ঘটনার সাক্ষী থাকল। এই হামলার নেপথ্যে জঙ্গি সংগঠন আইএসআইএস রয়েছে বলে জানা গিয়েছে । কাবুলের একটি গর্ভবতীদের হাসপাতালে ঢুকে হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে দুই সদ্যোজাত ও তাদের মায়েদের। অপর দিকে নানগাহার অঞ্চলে একটি শ্রাদ্ধানুষ্ঠানেও আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে তারা পাশবিক কর্মকাণ্ড ঘটিয়েছে। এর পাশাপাশি হামলা হয়েছে লাঘমানের সেনা চেকপোষ্টেও।
আফগানিস্তানের এরূপ ঘটনার সম্পর্কে ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। দস্ত-ই- বরচি হাসপাতাল, নানগাহার ও লাঘমানের শিশু, নারী ও সাধারণ মানুষের উপর এই হামলা নিন্দনীয়। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।