রাজ্যের নির্দেশ সত্ত্বেও খুলল না তমলুকের বর্গভীমা মন্দির

মিলন পণ্ডা, তমলুক (পূর্ব মেদিনীপুর): সোমবার থেকে সমন্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু খুলছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বর্গভীমা মন্দির। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে আশঙ্কায় মন্দির না খোলার সিন্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সংক্রমণ স্বাভাবিক না হলে মন্দির কোনভাবে খোলা হবে না বলে জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ।
পঞ্চম দফার লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। তারই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু তমলুক শহরে ৫১ পীঠের একপিঠ দেবী বর্গভীমা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যতক্ষণ না জেলা প্রশাসনের কাছ থেকে কোনো গাইডলাইন পাচ্ছে ততক্ষণ বর্গভীমা মন্দির বন্ধ থাকবে এমনটাই জানালেন মন্দির কর্তৃপক্ষ।
অপর দিকে পূর্ব মেদিনীপুর জেলার নাচিন্দা মন্দির, এগরা হটনগর মন্দিরের দ্বার খোলা হয়েছে। মাএ ১০ জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন। সামাজিক দুরত্ব বোঝাই রেখে ভক্তরা প্রবেশ করবেন।