বেহাল কুমারগ্রামের বারোবিশা রাজ্য সড়ক…দ্রুত রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে কুমারগ্রাম বারোবিশা রাজ্য সড়ক। ভাঙাচোরা রাস্তা ধরে চলছে যানবাহন আর উড়ছে ধুলো। ধুলোয় অতিষ্ঠ হয়ে বুধবার সকাল দশটা থেকে রাধানগর চৌপথি বাজারের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি দ্রুত রাস্তা মেরামত করা হোক অথবা প্রতিদিন তিনবার ট্যাঙ্কার দিয়ে জল স্প্রে করে ধুলো ওড়া বন্ধের ব্যবস্থা নিক প্রশাসন।
আরও পড়ুন: পদ্মের গল্প, গল্পের পদ্ম…
ধুলো থেকে বাজারের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা সকলেই সর্দিকাশিতে ভুগছেন বলে ও জানান তারা। খবর পেয়ে কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি লাকপা লামা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তিনি। ট্যাঙ্কার দিয়ে জল স্প্রে করার ব্যবস্থা করবেন বলে জানান ওসি লাকপা লামা। ওসি’র এই আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।