fbpx
পশ্চিমবঙ্গ

লকডাউনে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ালো নিউ বারাকপুর কল্যাণ সংঘ

অলোক আচার্য, নিউ বারাকপুর: লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে থাকা পরিবারগুলি চরম সঙ্কটে পড়েছে। দৈনন্দিন চাহিদাটুকু মেটানোর জন্য সামান্য সঞ্চয় শেষ হয়ে যাওযায় কী ভাবে দিন চলবে তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। ঘরে খাবার নেই।রেশনের খাবার শেষ হয়ে গিয়েছে দিন আনা দিন খাওয়া রেললাইন ধারে বস্তির কর্মহীন মানুষদের। ঠিক সেই সময় নিউ বারাকপুর পুরসভার ১২নং ওয়ার্ডের বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন কল্যাণ সংঘ কর্মহীন মানুষদের পাশে দাড়িয়ে সাধ্যমতো দুপুরবেলার খাবার পৌছে দিল তিনদিন ধরে।

বৃহস্পতিবার দুপুরে নিউব্যারাকপুর রেললাইন ধারে বস্তির কর্মহীন ও ভবঘুরেদের হাতে ফ্রাইড রাইস ও আলুর দম রান্না করা খাবার পৌছে দিল সংঘের সক্রিয় সদস্যরা। সংঘের সক্রিয় সদস্য সুদীপ ঘোষ বলেন “লকডাউনের জেরে এলাকায় বহু দীনমজুরি দিন আনা দিন খাওয়া পরিবারগুলির রোজগার বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি সংঘ সংলগ্ন কিছু ভবঘুরে মানুষ রয়েছেন তাদের অবস্হায় বেশ সংকটাময়”। কল্যান সংঘের পক্ষ থেকে অসহায় পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়াও হয়েছিল। গত মঙ্গলবার থেকে কর্মহীন ও নিম্নমধ্যবিত্ত মানুষদের বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌছে দেওয়া হল।

প্রতিদিন দেড়শ খাবারের প্যকেট অসহায় পরিবারগুলির বাড়িতে পৌছে দেওয়া হয় দুপুরবেলায়। সংঘের সদস্যরা সকাল থেকে রান্না করে দুপুরবেলা রেললাইন ধারে বস্তির কর্মহীন মানুষদের হাতে খাবার পৌছে দেন।

Related Articles

Back to top button
Close