ব্যারাকপুর দুষ্কৃতীদের আস্তানা, শ্যামনগরের বললেন অগ্নিমিত্রা পল

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: “উত্তর ২৪ পরগনা জেলার এই ব্যারাকপুর শিল্পাঞ্চল আসলে দুষ্কৃতীদের আস্তানা। বলিউড সিনেমা “গ্যাং অফ ওয়াসিপুর” সবারই মনে আছে। বর্তমানে গ্যাং অফ ব্যারাকপুর বাস্তবে চলছে। এখানে পুলিশি নিষ্ক্রিয়তায় দুষ্কৃতীদের তাণ্ডব ক্রমশ বাড়ছে। আমাদের দলের নেতা মণীশ শুক্লার খুন হয়ে গেল। একজন আদিবাসী নাবালিকার সুপার ইম্পোজ করা ছবি ভাইরাল হওয়ায় সে এখানে আত্মঘাতী হল। এই তো পুলিশের অবস্থা। আমি পুলিশকে বলতে বাধ্য হচ্ছি, রাজ্যে যা চলছে তাতে আপনরা ২০২১ সালের মে মাস পর্যন্ত হাতে ডিজাইনার চুড়ি পরে বসে ঘরে বসে থাকুন। এরকম দলদাস না থাকাই ভাল।” বললেন, বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নীমিত্রা পল।
আরও পড়ুন- শুভেন্দু ও মিহিরের পর এবার বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর
উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কাউগাছি আদিবাসী পাড়ায় গত ১৬ই নভেম্বর এক আদিবাসী নাবালিকা আত্মহত্যা করে। কারণ তার মোবাইলে তার সুপার ইম্পজ করা অশ্লীল ছবি পাঠানো হয় এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে সে নিজের ছবি দেখে সামাজিক লজ্জায় আত্মঘাতী হয়। এই ঘটনায় ওই আদিবাসী নাবালিকারর পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে আসেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদের সমস্ত রকম আইনি সহযোগিতা করার আশ্বাস দেন।