ভিন রাজ্য থেকে আগত পরিযায়ীদের জন্য বিশেষ কোয়ারেন্টাইন এর ব্যবস্থা ব্যারাকপুরে
অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: রাজ্যে ফিরতে থাকা পরিযায়ী শ্রমিকদের দ্বায়িত্ব নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করল রাজ্য প্রশাসন । উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমায় যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ট্রেনে করে ফিরছে, তাদের স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুরের উমাশসি হাই স্কুলে । ব্যারাকপুর মহকুমায় যত পরিযায়ী শ্রমিক আসুক, সকলেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে উমাশসী হাই স্কুলে ।
অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি যে পুরসভা অঞ্চলে সেই অঞ্চল গুলিতে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে প্রশাসন । সকল পরিযায়ী শ্রমিকদের থাকা ও খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । ব্যারাকপুর পুরসভার অন্তর্গত পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে মন্মথ নাথ হাই স্কুলে । ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের বক্তব্য, “আমরা আমাদের পুরসভা এলাকার ফেরত আশা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা ও খাওয়ানোর ব্যবস্থা করেছি ।” বৃহস্পতিবার রাত থেকেই ভিন রাজ্য থেকে ট্রেনে করে উত্তর ২৪ পরগনা জেলায় আসতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা । প্রশাসনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষায় নজরদারি চালানো হচ্ছে ।