বারুইপুর কাছারিবাজারে ডিইবির অভিযান

বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনা: গোটা রাজ্য তথা দেশ স্তব্ধ করে দিয়েছে করোনা ভাইরাসের মহামারী। রাজ্যের মুখ্যমন্ত্রী সাপ্তাহিক লকডাউনের পথে হাঁটছেন। তারমধ্যে জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। এই মুহুর্তে বাঙালির হেঁসেলে সবথেকে মহার্ঘ আলু। রাজ্যের প্রতিটি বাজারেই আলুর দাম ক্রমাগত উর্দ্ধমুখী। নবান্ন থেকেও আলুর দামকে নিয়ন্ত্রনে রাখতে সচেষ্ট হয়েছে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন ছোটবড় বাজারে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট বিভাগ।
[আরও পড়ুন- সেপ্টেম্বরে আরও ৮০ টি বিশেষ ট্রেন, তালিকায় রয়েছে বাংলাও]
রবিবার সকালে জেলা এনফোর্সমেন্ট বিভাগ অভিযান চালায় বারুইপুর কাছারিবাজারে। এদিন পুরো বাজার ঘুরে আলুব্যবসায়ীদের পাশাপাশি কথা বলেন বিভিন্ন আড়তদার ও ক্রেতাদের সাথে। এদিন আধিকারিকরা খতিয়ে দেখেন আলুর ক্ষেত্রে কোনওরকম কালোবাজারি হচ্ছে কিনা। এদিন বাজার ঘুরে এনফোর্সমেন্ট আধিকারিক জানান, সমস্যা আছে। আর সেই সমস্যা দূর করতে বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।