
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান দিবসের সকালেও রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ফের টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন ধনকর। সংবিধান মেনে রাজ্য শাসনের জন্য পরামর্শ দিলেন তিনি।। এদিন সরকারি কর্মীরাও তাঁর তোপের মুখে পড়েন।
রাজ্য-রাজ্যপালের সম্পর্ক শুরুর দিন থেকেই তিক্ত। বারবার একাধিক ইস্যুতে একে অপরকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল। বাঁকুড়ার সভা থেকে নাম না করেই বারবার টুইটে রাজ্যের কাজের সমালোচনা করা নিয়ে ধনকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের টুইটে মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা দিলেন জগদীপ ধনকর । সংবিধান দিবসের সকালে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল। একটি টুইটে সকলকে মৌলিক কর্তব্য পালনে প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরের টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন । সংবিধান পালনের পরামর্শ দেন তিনি। টুইটে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখেন, ‘ সাংবিধানিক রীতি মেনে চলুন, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় সচেতন হোন। সরকারি কর্মীদের উদ্দেশ্য করে লেখেন, ‘রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সরকারি কর্মীদের সংবিধানের মশাল হতে হবে।’