মোটর বাইক থেকে পড়ে মৃত্যু স্ত্রীর, আহত স্বামী
শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: মোটর বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল স্ত্রীর। ঘটনায় আহত হলেন স্বামী। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া এলাকার ঘটনা। মিনাখাঁ থানার জয়গ্ৰামের বাপের বাড়ি থেকে স্বামী সঞ্জয় কর্মকার এর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরছিলেন স্ত্রী সুনতা কর্মকার। শ্বশুর বাড়ি পন্ডিতপুরে যাচ্ছিল তাঁরা। নাসিরহাটির রোডে উল্টোদিক থেকে একটি চারচাকার গাড়ি আসছিল। সেই চার চাকার গাড়ি ধাক্কা মারে তাঁদের বাইকে।
[আরও পড়ুন- হাওড়ায় মা ও সদ্যোজাত শিশুর নিখোঁজের ঘটনায় একমাসের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের]
ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনতার। স্বামী সঞ্জয় কর্মকারকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়িচালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।