fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোভিড ১৯ এর কবলে বসিরহাটের আরও এক যুবক

পরিমল দে, বসিরহাট : বসিরহাট ২ নম্বর ব্লকের গোবিলা গ্রামের আনুমানিক বছর ২৯ এর এক যুবকের শরীরে ধরা পড়ল কোভিড ১৯ পজেটিভ। রবিবার সকাল থেকেই তৎপরতার সঙ্গেই ওই এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

শনিবার রাতে বসিরহাট দু নম্বর ব্লকের ধান্যকুড়িয়া হাসপাতাল থেকে এক যুবকের কোভিড ১৯ পজেটিভ এর রিপোর্ট ঘোষণা করা হয়। ওই ব্লকের গোবিলা গ্রামের বাসিন্দা ওই যুবক। প্রশাসন সূত্রে জানা যায় বিধান নগর ফায়ার স্টেশনের কর্মী ওই যুবক। গত ১০ মে কলকাতা থেকে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার পরে অসুস্থ বোধ করায় ধান্যকুড়িয়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। ১২ মে সোয়াব পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল কলকাতায়। রিপোর্ট অনুযায়ী শনিবার রাতে তার শরীরে কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে বলে জানানো হয় ধান্যকুড়িয়া হাসপাতাল এর তরফ থেকে।

ধান্যকুড়িয়া হাসপাতালে পক্ষ থেকে রাতেই ওই যুবককে রেফার করা হয় বারাসাতের জি এন আর সি এইচ সেন্টারে। যুবকের শরীরের কোভিড ১৯ ধরা পড়ার পর থেকে এলাকার সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। গোবিলা এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণার পাশাপাশি আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ব্যক্তিদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
একইসঙ্গে কোয়ারেন্টাইন- এ পাঠানো হয়েছে যুবকের পরিবারের সদস্যদের। তাদেরও শারীরিক পরীক্ষার জন্য সোয়াব টেস্টে পাঠানো হচ্ছে বলে জানান বসিরহাটের এসডিও বিবেক ভস্মে।

Related Articles

Back to top button
Close