‘বাজারে বাজারে’ প্রদেশ কংগ্রেসের কর্মসূচী, কোলাঘাট ব্লক অফিসে ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বর্তমান রাজনৈতিক পটভূমিকায় বেশ কয়েকটি ইস্যু সামনে এসেছে রাজ্য রাজনীতিতে। প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে আন্দোলনরত। এবার কোলাঘাটের প্রদেশ কংগ্রেস ‘বাজারে বাজারে’ কর্মসূচি নিয়ে মাঠে নাববে দেখা গেল। দাবিগুলির মধ্যে ছিল বর্তমান কৃষি আইন,দ্রবমূল্যবৃদ্ধি,বর্তমান রাজ্য সরকারের জনবিরোধী নীতি, সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ , স্থানীয় সমস্যার মধ্যে ছিল কোলাঘাট ব্লকের ফুল চাষীদের স্বার্থে ফুল মার্কেট চালু করা ইত্যাদি।
কোলাঘাট ব্লকের নেতৃত্বরা এই সমস্ত দাবিগুলি নিয়ে কোলাঘাট ব্লক আধিকারিক মদন মোহন মন্ডল এর নিকট ডেপুটেশনও দেয়। বিষয় গুলি উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কংগ্রেস নেতৃত্বরা।উপস্থিত ছিলেন প্রবীন কংগ্রেস নেতা মহাদেব সেনগুপ্ত, হিতেন কর সহ ব্লক স্তরের নেতৃত্ব। ব্লক আধিকারিক মদন মোহন মন্ডল বলেন সমস্যাগুলি যেগুলি নিজস্ব ক্ষমতায় আছে সেগুলি দেখবেন অন্যগুলি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন। কংগ্রেস নেতা মহাদেব সেনগুপ্ত বলেন প্রশাসন বিষয়গুলি না দেখলে আগামীদিনের আবার কংগ্রেস কর্মীরা মাঠে নামবে।