পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে বিক্ষোভ নন্দীগ্রামের বিডিও অফিসে
রাজকুমার আচার্য, নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): লকডাউনের কারণে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে পরিযায়ী শ্রমিকরা। দীর্ঘদিন হল তারা বাড়ি ফিরতে পারছেন না। অনেকে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে সোমবার বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন পরিবারের লোকজন।
এ দিন নন্দীগ্রাম ১ নম্বর ও ২ নম্বর বিডিও অফিসের সামনে পোস্টার হাতে নিয়ে বিভিন্ন পরিবারের সদস্যরা প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। অধিকাংশদের স্বামী ও ছেলেরা রয়েছে ভিন রাজ্যে। বিক্ষোভকারীদের দাবি, না খেতে পেয়ে ভীষণ অসুবিধার মধ্যে রয়েছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া তাঁদের পরিবারের লোকজন। কাজ নেই তাই তাদের হাতে টাকা পয়সাও নেই। তাই অর্ধাহারে, অনাহারে তাদের দিন কাটছে ভীষণ অসহায়ভাবে।
ফোনের ও প্রান্ত থেকে ভেসে আসা অসহায়তার কথা শুনে এ প্রান্তের লোকজন উদ্বিগ্ন। সরকারি উদ্যোগে তাদের দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে।
নন্দীগ্রাম-২ ব্লকের এর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ রায় জানান, “রাজ্য সরকার একটি অ্যাপ চালু করেছেন তা অনলাইনের ফিলাপ করলে সরকারের কাছে সরাসরি চলে যাবে, কোন্ কোন্ ব্যক্তি কোথায় আটকে আছে জানা যাবে। “