যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নিজের ছেলেকে উল্টো করে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগে গ্ৰেফতার হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর প্রদেশের আগ্রায়। জানা গেছে, এদিন নিজের কিশোর ছেলেকে বাড়ির উঠোনে প্রতিবেশীদের সামনেই উল্টো করে বেঁধে মোটা দড়িকে চাবুকের মতো ব্যবহার করে পিটিয়েছিলেন প্রৌঢ়।
পশ্চিম আগ্রার পুলিশ অফিসার রবি কুমার জানান, শনিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছিল। পুরো ঘটনার ৫২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেই ভিডিও এবং প্রতিবেশীদের বয়ান নিয়ে তদন্তে শুরু হয়েছে।
পুলিশের দাবি, মারধরের কথা স্বীকার করলেও তিনি যে মদ্যপ ছিলেন সেকথা স্বীকার করেননি প্রৌঢ়। ভিডিও–তে কয়েকজনকে বলতেও শোনা গিয়েছে যেন কিশোরকে ছেড়ে দেন প্রৌঢ়। কিন্তু তিনি কারও কথাতেই কর্ণপাত করেননি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই প্রৌঢ়ের তিন সন্তান। দিন কয়েক আগে তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা হলে পর মহিলা তাঁর বোনের বাড়ি চলে যান। সন্তানরা বাবার সঙ্গেই ছিল। ওই ব্যক্তি তাঁর বড় ছেলেকে শনিবার জানালার রডের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন।