fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বেডে পিপিই মুড়ে রয়েছে করোনা আক্রান্ত মৃত ব্যক্তি, আতঙ্কিত রোগীরা 

 

মিলন পণ্ডা, কাঁথি (পূর্ব মেদিনীপুর): করোনা আক্রান্ত ব্যক্তির হাসপাতালে মৃতদেহ পড়ে থাকতে দেখে অন্যান্য রোগীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে। ঘটনার খবর জানাজানি হওয়ার পরই মৃত করোনা আক্রান্ত ব্যক্তিকে সৎকারের জন্য প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘিরে কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের মারিশদা থানা এলাকায় উৎপল গিরি (৬১) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি কাঁথির একটি কাপড় দোকানের কর্মী ছিলেন বলে জানা গেছে। গত কয়েকদিন আগে ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দেয়।পরিবারের লোকেরা তড়িঘড়ি করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন।এরপর হাসপাতালে আইসোলেশানে রেখে ওই ব্যক্তির চিকিৎসা চলছিল। লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।রিপোর্ট আসার আগেই ওই ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।তারপরে রিপোর্টে ওই ব্যক্তি করোনা পজিটিভ আসে।

হাসপাতালে পক্ষ থেকে ওই ব্যক্তিকে পিপি মুড়ে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।পাশেই বেডে অন্যান্য রোগীদের চিকিৎসাধীন রয়েছে।ঘটনা জানাজানি হওয়ার পর রোগী থেকে আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। সংবাদ মাধ্যমে কর্মীরা জানতে পারলে নড়েচড়ে বসে প্রশাসনে আধিকারিকরা।তড়িঘড়ি করে হাসপাতাল থেকে সৎকারের জন্য নিয়ে যায় প্রশাষন।কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ পাশের বেডে পিপিতে মোড়া অবস্থায় দুই দিনের বেশি সময় ধরে পড়ে রয়েছে। এসে দেখি হাসপাতালে পাশের বেডে করোনা আক্রান্তের মৃত্যুর মৃতদেহটি রয়েছে। এনিয়ে অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে।শুধু তাই নয় সবাই ভয়ে মধ্যে দিন কাটাচ্ছেন।

কাঁথি মহকুমা হাসপাতালে সুপার সব্যসাচী চক্রবর্তী বলেন, রোগীদের অভিযোগ সত্য নয়। কাঁথি তিন ব্লকের মারিশদা থানা এলাকায় কাঁথি শহরে একটি কাপড় দোকানে কর্মী ছিলেন ওই ব্যক্তি।এরপর ওই ব্যক্তির লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।রিপোর্ট আসার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়।তারপরে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।সব্যসাচীবাবু আরও বলেন ওই অবস্থায় মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া যায় না। আবারও মর্গের মৃতদেহটি রাখা যায় না।মৃত্যুর পর পিপিতে মুড়ে বেডে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল।পুলিশ এসে মৃতদেহটি নিয়ে সৎকারের জন্য নিয়ে গেছে।

Related Articles

Back to top button
Close