চলতি মাসেই বেহালায় বিএড, পলিটেকনিক কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালায় সর্বপ্রথম সরকারি পলিটেকনিক কলেজের উদ্বোধন হবে।শুক্রবার বেহালা পশ্চিমে শকুন্তলা পার্কে এক অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চলতি মাসের ১১ তারিখেই এই কলেজ উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
এদিন পার্থ বাবু আরও বলেন, “কিছুদিনের মধ্যেই সরশুনা বিএড কলেজের যাত্রা শুরু হবে। সরশুনা কলেজ এর অতিরিক্ত জায়গা থাকলে সেখানেই ক্লাস শুরু করা হবে। ভবনের কাজ ত্বরান্বিত করা হবে। বেহালায় সর্বপ্রথম সরকারি পলিটেকনিক কলেজের উদ্বোধন হবে”। তাঁর মতে, এই পলিটেকনিক কলেজ হলে প্রত্যেকেই কারিগরি শিক্ষা নিতে পারবেন। কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত হবে।
একইসঙ্গে তিনি আরও জানান, “ কন্যাশ্রী কলেজ তৈরি করা হবে।এই নিয়ে জমির সমস্যা ছিল তবে একটা জায়গা পাওয়া গিয়েছে এখন। সেখানকার সমস্ত কিছু দেখে নিয়ে কন্যাশ্রী কলেজ তৈরি করা হবে”। এছাড়াও বেহালা এলাকাকে আলোকোজ্জ্বল করার জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্পূর্ণ এই কাজের তদারকি তিনি নিজে করবেন বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।