fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিধানসভা ভোটের আগে দিনহাটার সীমান্ত গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৫টি পরিবার 

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বিধানসভা ভোটের আগে দিনহাটার সীমান্ত গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৫টি পরিবার । দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুটি এলাকায় রবিবার সন্ধ্যায় দলবদল হয় ।  এদিন রাতে দলের এক সভার মধ্য দিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা সুধাংশু কুমার রায়। এই উপলক্ষে সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা সুধাংশু রায় ছাড়াও দলের ২৭ নম্বর মণ্ডলের সভাপতি গজেন চন্দ্র বর্মন, বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক বুম্বা রায় প্রমুখ।

 

এদিনের এই সভায় বক্তাগণ রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, তৃণমূলের রাজত্বে এ রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। সারা রাজ্য জুড়ে খুন ধর্ষণ সন্ত্রাস চলছে। এ থেকে নিষ্কৃতি চাইছে রাজ্যের মানুষ। তাইতো দলে দলে মানুষ শাসক দল ছেড়ে বিজেপি দলে যোগ দিচ্ছেন। বক্তাগণ আরো বলেন, বাম আমল থেকেই এরাজ্যে যে বেকারের সংখ্যা বেড়ে চলেছিল, তৃণমূলের রাজত্বে তা ব্যাপক আকার ধারণ করেছে। তাইতো এ রাজ্য থেকে লক্ষ লক্ষ বেকার কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এখানে কোন শিল্প কারখানা নেই। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে কর্মসংস্থানের উপরে গুরুত্ব দেবে।
এদিনের এই সভায় এলাকার বহু বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button
Close