fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

উদ্বোধনের আগেই মধ্যপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উদ্বোধনের আগেই মধ্যপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। সেতুটি তৈরি করতে খরচ হয়েছিল ৩ কোটি ১২ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনার (PMGSY) আধীনে তৈরি হয়েছিল সেতুটি বলেই জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩৫০ কিমি দূরে অবস্থিত এও সিওনি এলাকা। এটি কেবলানি বিধানসভার অন্তর্গত। ওই এলাকার বেনগঙ্গা নদীতে বানানো হয়েছিল এই ব্রিজ। প্রায় এক মাস আগে থেকেই ব্রিজের ব্যবহার শুরু করে দিয়েছিল সাধারণ মানুষ। সামনেই ছিল উদ্বোধনের তারিখ। আর এই উদ্বোধনের আগেই ভেঙে পড়ে ব্রিজ।

গত রবিবার ওই সেতুটির নির্মাণকার্য শেষ হওয়ার অফিসিয়াল তারিখ ছিল। ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর ২০১৮ সালে। কিন্তু উদ্বোধনের আগেই এই ব্রিজ ভেঙে পড়ায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মনে করা হচ্ছে যে, ভারি বৃষ্টিপাতের কারণে মধ্যপ্রদেশের অনেক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। গত কয়েকদিনে অত্যধিক বর্ষণের ফলে নদীর জল বেড়ে যায়। ভীমগড় ড্যাম থেকে জল ছাড়া হয়। মনে করা হচ্ছে সেই জলের ধাক্কা সামলাতে না পেরেই ভেঙে পড়েছে ১৫০ মিটার উঁচু সেতু। উল্লেখ্য, এই রাজ্যের ৯টি জেলার ৩৯৪ টি গ্রাম বন্যা কবলিত।

Related Articles

Back to top button
Close