fbpx
দেশহেডলাইন

উত্তরপ্রদেশ থেকে ভিন রাজ্যে শ্রমিক নিয়োগের আগে অনুমতি নিতে হবে রাজ্য সরকারের: যোগী আদিত্যনাথ

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অন্য কোনো রাজ্য উত্তরপ্রদেশের মানুষকে কাজ দিতে চাইলে এবার থেকে আগে অনুমতি নিতে হবে রাজ্য সরকারের। রাজ্য সরকারের ছাড়পত্র মিললেই তবে কাজে যোগ দিতে পারবে তারা। এক বার্তায় এ কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটি অভিবাসন দপ্তর খোলা হবে এবং সেখানে ভিন রাজ্যে কাজ করতে যেতে ইচ্ছুক সমস্ত শ্রমিককে নাম নথিভুক্ত করতে হবে। এরপর সরকারই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

 

 

করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের মধ্যে একটা বড় অংশ উত্তরপ্রদেশের। তাঁদের ফেরানোর জন্য উত্তরপ্রদেশ সরকার একাধিক পদক্ষেপ নিলেও বহু শ্রমিক হেঁটে বা অন্য কোনও উপায়ে বাড়ি ফিরেছেন। অনেকে পথ দুর্ঘটনায় বা ক্লান্তিতে মারাও গিয়েছেন। এই পরিস্থিতির কথা স্মরণ করে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি যাতে নিশ্চিত করা যায় তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে যোগী বলেন, ‘ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা উত্তরপ্রদেশের সম্পদ। সরকার কমিশন তৈরি করে এঁদের নিয়োগের চেষ্টা করবে। অন্য রাজ্যে কাজ করতে গেলে শ্রমিকদের যত্ন নেওয়া হয়না। একথা করোনা মহামারীর সময়ে প্রমাণিত। এঁরা সকলেই আমাদের সম্পদ। যদি কোনো রাজ্য এই শ্রমিকদের কাজে ফেরাতে চান সেক্ষেত্রে তাঁদের আগে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই শ্রমিকদের বীমা, সামাজিক সুরক্ষা, নিয়োগের শর্ত প্রভৃতি বিবেচনা করার পরেই তাঁদের ভিন রাজ্যে কাজ করতে যেতে দেওয়া হবে। এই শ্রমিকরা যাতে বঞ্চনার শিকার না হন তা দেখবে উত্তরপ্রদেশ সরকার।’

 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২৩ লক্ষ অভিবাসী শ্রমিক উত্তরপ্রদেশে ফিরেছেন। আগামী সপ্তাহের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে বাকী অভিবাসী শ্রমিকরাও ফিরে আসবেন। তাঁদের জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles

Back to top button
Close