২১ সালের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি জনসংযোগের ওপর গুরুত্ব দিল প্রশিক্ষণ শিবিরে

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি জনসংযোগের ওপর গুরুত্ব দিল কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকে দলের প্রশিক্ষণ শিবিরে। রবিবার কোলাঘাট মন্ডল ৪ ও শহীদ মাতঙ্গিনী মন্ডল ৩ এর প্রশিক্ষণ শিবির গোপালনগর ও নারানদাড়ীতে অনুষ্ঠিত হয়। দুই প্রশিক্ষণ শিবিরেই জেলা স্তরের নেতৃত্বরা উপস্থিত থেকে প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব কর্মীদের কাছে তুলে ধরেন। আগামী দিনে পার্টিকর্মীদের ভূমিকা কেমন হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন জেলাস্তরের নেতৃত্বরা। দুই মন্ডলের সভাপতি বিশ্বনাথ রাম ও পূর্ণেন্দু নন্দ এক সাক্ষাৎকারে জানান রাজ্য পার্টির নির্দেশক্রমে মন্ডল ভিত্তিক এই কর্মসূচি চলছে। ২১ সালের বিধানসভা নির্বাচনে কর্মীদের ভূমিকা কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে। সামনেই বড় উৎসব। এই উৎসবমুখর দিনগুলিতে কর্মীদের ভূমিকা কেমন হবে তা নিয়ে জেলাস্তরে নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে নানা মতামতও দিচ্ছে।
আরও পড়ুন- দমদম বিমানবন্দরে করোনা পরীক্ষার প্রস্তুতি শুরু
এই প্রশিক্ষণ শিবিরে জেলা স্তরের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বামদেব গুছাইত, জাগরণ অধিকারী, হরেকৃষ্ণ বেরা, মহুয়া মন্ডল, সুপ্রকাশ রায়, পার্থসারথি মাইতি, নীলিমা রাহুল, পীযূষ কুমার বারিক প্রমুখ নেতৃত্ব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রশিক্ষণ শিবিরে ভারতীয় জনতা পার্টির ইতিহাস, বিস্তার সেই সঙ্গে সাংগঠনিক নানা বিষয়ের খুঁটিনাটিও বিস্তারিতভাবে কর্মীদের মাঝে তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা।